
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (জুয়ানা)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব গত শনিবার নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে নর্থ আমেরিকায় বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার-পরিজন ও স্বজনরা অংশগ্রহণ করেন।খবর আইবিএননিউজ।
শপথ অনুষ্ঠান শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুয়ানা সভাপতি মেহেরুন নাহার মাজেদা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া ।সভায় বক্তব্য রাখেন জুয়ানা সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেলসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি হিসেবে মেহেরুন নাহার মাজেদা এবং সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউল হক জিয়া আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। জুয়ানার নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোজাম্মেল হক দুলাল।
অভিষেক ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাঈদ ।
অনুষ্ঠানে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ মিজান চৌধুরী, মির্জাপুর ক্যাডেট কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল নুরুল হোসেন, জুয়ানার সাবেক সভাপতি ও বাংদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব উর রহমান,জুয়ানার সাবেক সভাপতি রানা রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আমিন হোসেন কামাল,বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকনসহ আরোও অনেক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানের এক পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি মুখরোচক খাবার ও নানা রকম ঐতিহ্যবাহী পিঠার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারবর্গ এক আনন্দময় সন্ধ্যা কাটান।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী রোজী আজাদ ।তিনি দর্শকদের গান গেয়ে বিমহিত করেছেন ।
শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।শেষে সবাইকে নৈশ ভেজে আপ্যায়ন করা হয় ।