
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল গুনাগরী এলাকায় অবস্থিত মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক–বালিকা তাহফীজুল কুরআন কমপ্লেক্সের ৯ম বার্ষিক সভা ও ইছালে সাওয়াব মাহফিল গতকাল শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি, ৬ পৌষ ১৪৩১ বাংলা) বিকাল বাদে আসর থেকে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে রহমান ভবন, কলেজ রোড, আদর্শ গ্রাম, জঙ্গল গুনাগরী, বাঁশখালীতে এ মাহফিলের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে দস্তার বন্দী হাফেজ হিসেবে ৯ জন ছাত্র ও ৪ জন ছাত্রীসহ মোট ১৩ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি নতুন হিফজ ছবক প্রদান করা হয় ২৭ জন ছাত্র ও ৮ জন ছাত্রীকে—মোট ৩৫ জন।
মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, ক্বেরাত, হামদ, ইসলামী সংগীত, আজান ও কবিতা আবৃতির মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়, যা উপস্থিত মুসল্লিদের হৃদয়ে গভীর ধর্মীয় আবেশ সৃষ্টি করে।
বাদে এশা অনুষ্ঠিত মূল আলোচনাসভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনসারী সাহেব—সাবেক অধ্যক্ষ, পালেগ্রাম হাকিম মিঞা শাহ আলিম মাদরাসা ও পীর সাহেব, খলিফায়ে গারাংগিয়া।
প্রধান মুফাসসির হিসেবে গুরুত্বপূর্ণ
আলোচনা পেশ করেন মাওলানা মোহাম্মদ মোহছেন আল হোসাইনী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা নুরুল আবছার আনসারী। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা আজিজুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ এনামুল হক জিহাদী, হযরত মাওলানা নেজাম উদ্দীন আনসারী এবং হযরত মাওলানা আশরাফ আলী ইসলামাবাদী।
আরও আলোচনা পেশ করেন হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক, হযরত মাওলানা মোহাম্মদ শেহাব উদ্দিন ও হযরত মাওলানা মুহাম্মদ আলমগীর হোসাইন।
বাদে মাগরিব অনুষ্ঠিত পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন—সভাপতি, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখা।
মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন হাফেজ ক্বারী মুহাম্মদ ইদ্রিস (ঢাকা), যা উপস্থিত মুসল্লিদের মধ্যে ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক হাফেজ মুহাম্মদ শফিকুর রহমান বলেন,
“আলহামদুলিল্লাহ, মদীনাতুল উলুম কুদ্দুসিয়া তাহফীজুল কুরআন কমপ্লেক্স থেকে নিয়মিতভাবে হাফেজে কুরআন তৈরি হচ্ছে। আগামী জানুয়ারি মাস থেকে নতুন করে ছাত্র ও ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করা হবে। আগ্রহী অভিভাবকদের সময়মতো যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩