শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিভাগ যুবদলের প্রস্তুতি সভা

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ / ৭৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

২২ ডিসেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় যুবদলের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজশাহী নগরীর অলকার মোড়ের মাস্টার শেফ রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের আটটি জেলার নয়টি ইউনিটের যুবদলের শীর্ষ পাঁচজন করে নেতা অংশ নেন। তৃণমূল পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করাই ছিল সভার মূল লক্ষ্য।

প্রস্তুতি সভায় রাজশাহী জেলা ও মহানগর, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার যুবদলের আহ্বায়ক, সদস্য সচিবসহ ‘সুপার ফাইভ’ হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল। দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি নতুন বার্তা বয়ে আনবে। এই কর্মসূচি সফল করার মাধ্যমে আমরা প্রমাণ করব জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।

সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি।

উল্লেখ্য, রাজনৈতিক কারণে দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের খবরে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সভায় উপস্থিত নেতারা ২৫ ডিসেম্বরের কর্মসূচি সফল করতে নিজ নিজ ইউনিট থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর