মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):
ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যেগে ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসানের সহোগিতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
শনিবার(২১ ডিসেম্বর)বিকাল ৩ টায় মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
“মাদক বিষয়ে হই সচেতন বাচাঁই প্রজন্ম বাচাঁই জীবন” এই ফেস্টুন ব্যানার ভরপুর করে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মোড়লহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২-০ লালাপুর যুব সমাজকে পরাজিত করে বিজয়ী হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদের সভাপতিত্বে ভলিবল টুর্নামেন্ট খেলা ও পুস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন-বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক, বালিয়াডাঙ্গী থানার (ভারপ্রাপ্ত)অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম,কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহীল বাকী, দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম সফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান বিপ্লু, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, অগ্রণী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি হবিবর রহমান ও সেহেল রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুওসুও যুবদলের সভাপতি ইউসুফ আলী।
খেলা করেন-সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান।
ভলিবল টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দ যুব সমাজের উদ্দেশ্য “মাদককে না বলার এবং খেলাখুলার চর্চার অভ্যাস গড়ে তুলার আহবান জানান।