শিরোনাম
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বড়দিন সামনে রেখে চার্চগুলোর নিরাপত্তা জোরদার:জেলা পুলিশের সঙ্গে খ্রিস্টান নেতৃবৃন্দের মতবিনিময়

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ / ১০৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

আসন্ন বড়দিনসহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন গির্জা ও চার্চের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় আয়োজিত এ সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন গির্জা ও চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ এবং পরিচালনা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চট্টগ্রাম জেলায় বর্তমানে মোট ৩০টি গির্জা ও চার্চ রয়েছে। এসব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে একটি সমন্বিত ও সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বড়দিনসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সংশ্লিষ্ট থানাসমূহের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল অফিসার ইনচার্জকে নিজ নিজ এলাকার গির্জা ও চার্চের ধর্মীয় নেতৃবৃন্দ এবং পরিচালনা কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার বলেন,“জেলা পুলিশ সকল ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।

বড়দিনসহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আমরা সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো পরিস্থিতিতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।”

সভায় পুলিশ সুপার মহোদয় চার্চগুলোর নিরাপত্তা জোরদারে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এর মধ্যে রয়েছে—প্রতিটি চার্চে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর রাখা,পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ ও নিয়মিত মনিটরিং,চার্চ প্রাঙ্গণ ও আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা,সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও আচরণের প্রতি বিশেষ নজর রাখা,

এবং কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা,হুমকি বা,সন্দেহজনক পরিস্থিতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা, ৯৯৯ বা জেলা পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করা। এছাড়া বড় সমাবেশের ক্ষেত্রে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক পথ নির্ধারণ, নিষিদ্ধ বস্তু বহন রোধে প্রয়োজনীয় তল্লাশি ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর