
কায়াকিং করতে গিয়ে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর)২৫ খ্রিঃ
সকাল ৮ঃ৩০ মিনিটের সময় জেলার বালুখালী ইউনিয়নের "স্বর্ণদ্বীপ আইল্যান্ড"নামের রিসোর্টের পাশে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম মোঃ ইফরাত (২৬)।
তিনি রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার মোঃ ওয়াসিমের ছেলে।
ওই রিসোর্টেই তিনি বন্ধুদের সঙ্গে গঘুরতে এসেছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, ইফরাত তাঁর ছয় বন্ধুর সঙ্গে হ্রদে কায়াকিং করতে নামেন।
একপর্যায়ে তিনি উল্টে পানিতে পড়ে যায়।
তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিল না।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস।
পরে বেলা ১১টা ১৫ মিনিটের সময় ইফরাতের লাশ উদ্ধার করা হয়।
এরপর পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস।
এ-সময় রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃজসিম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩