রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে ডেভিল হান্ট ফেইজ – ২ এর আওতায় বিস্ফোরক মামলা ও ওয়ারেন্টর আসামি সহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর সভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুকন্দগাঁতী গ্রামের মৃত ওসমান গনীর ছেলে মোঃ বদরুদ্দীন ওরফে বদর কমিশনার (৫৫), সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহমুদপুর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে মোঃ লাল মিয়া (৫০) দৌলতপুর গ্রামের ওসমান শেখের ছেলে মোঃ হাসমত আলী।
তথ্য সূত্রে জানা যায়, এরা সবাই এজহার ভূক্ত একাধিক মামলার আসামি, তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, আসামি মোঃ লাল মিয়া ৪ বস্তা গাঁজাসহ ২০০৩ সালে গ্রেফতার হয়, তারপর আবার ২০১৩ সালে ৩৩০০ পিচ ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়, এলাকায় মাদক ব্যবসায়ীর ডন হিসেবে পরিচিত লাল মিয়া, এমনকি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে লাল মিয়ার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত ওয়ারেন্টর অন্য দু’জন আসামিরা হলেন, সরাতৈল গ্রামের মৃত রেজাউল এর ছেলে উজ্জ্বল হোসেন ও ইকবাল হোসেন।
এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসন সতর্কাবস্থানে রয়েছে। ১৭ ই ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে এজহার ভূক একাধিক বিস্ফোরক মামলার আসামি ও ওয়ারেন্টের আসামি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, ১৮ই ডিসেম্বর সকালে তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে ডেভিল হান্ট ফেইজ অভিযান চলমান রয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি হাঙ্গামা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।