মোঃ আব্দুস সবুর(স্টার্ফ রিপোর্টার):
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসন কতৃক মেধা যাচাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী,শ্রেষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ বিষয়ভিত্তিক শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এর উদ্যোগে বালিয়াডাঙ্গী উপজেলা ৮টি ইউনিয়নে ২৫ অক্টোবর ২৩শ ১০ জন শিক্ষার্থী অংশ নেয়। ৫ম শ্রেণির সকল শিক্ষার্থীদের উপজেলা প্রশাসন মেধা যাচাই পরীক্ষা ফলাফলে ৫ জন শ্রেষ্ঠ শিক্ষাথী,শ্রেষ্ঠ ৬ জন বিষয়ভিত্তিক শিক্ষক ও ৫টি শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সভাকক্ষে দুপুরে উপজেলা প্রশাসন মেধা যাচাই পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ আহসানুল হক এর সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ গোলাম ফেরদৌস, উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র সরকার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী মুনতাসির ফুয়াদ মুগ্ধ প্রমুখ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া জাতির উন্নয়নের কোন সুযোগ নেই। বাচ্চাদের পরিবারে পরই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান তিনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩