নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের মধ্যেই বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি ঝটিকা মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে মশাল মিছিল সংক্রান্ত একটি ভিডিও শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।
ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন—
“অবৈধ তফসিল ও ক্যাঙ্গারু কোর্টের রায়ের বিরুদ্ধে এবং শাজাহানপুর উপজেলাসহ সারাদেশে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশালসহ বিক্ষোভ মিছিল।”
তবে মিছিলের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ প্রশাসন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান,
“ফেসবুকে ভিডিওটি দেখার পর আমরা বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান করেছি। শাজাহানপুর এলাকায় ওই রাতে এমন কোনো মশাল মিছিল হয়নি। ধারণা করা হচ্ছে, ভিডিওটি পূর্বে ধারণ করা হয়েছিল এবং আজ তা পোস্ট করা হয়েছে।”
এদিকে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলাকালে নিষিদ্ধ সংগঠনের এমন ভিডিও প্রকাশ ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।