
গণতান্ত্রিক রাজনীতির আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অসুস্থতা দেশজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা আশরাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখার উদ্যোগে দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি, গণতন্ত্র ও দেশনেত্রীর আরোগ্য কামনা করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আনসারি। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা মানে গণতন্ত্রকে বন্দী করে রাখা।”
৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন বলেন,“ভোটাধিকারহীন রাষ্ট্র কখনো স্থিতিশীল হতে পারে না। দেশনেত্রীর সুস্থ হয়ে নেতৃত্বে ফেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জরুরি।”
এছাড়া বক্তব্য রাখেন মোঃ শরিফ (সহ-সভাপতি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি), মোঃ সুমন (ওয়ার্ড বিএনপি নেতা), মোঃ সোহেল (সাবেক সদস্য সচিব, যুবদল) এবং মোঃ আকিফ জাবেদ (সদস্য সচিব, ইপিজেড থানা ছাত্রদল)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহেদ আনসারী (আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ইপিজেড থানা শাখা), মোঃ শিহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ সিদ্দিক যুগ্ম আহ্বায়ক,মোঃ কবির (মহানগর তাঁতি দল), মোঃ হাসান (সদস্য সচিব, তাঁতি দল), মোঃ ইদ্রিস (মহানগর যুগ্ম আহ্বায়ক), মোঃ রহমত উল্লাহ, মোঃ দুলাল, মোঃ শাহিন, মোঃ আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মোনাজাত পরিচালনা করেন মোঃ মাওলানা মোঃ আলামিন।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩