
মানিকগঞ্জের সিংগাইরে ইমাম-মোয়াজ্জেম ও আলেম ওলামাদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছেন সাত্তার গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সাত্তার খান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাংশা ছহিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল্লাহ ফারুকী, মাওলানা মুফতি মো.ফজলুল করিম, মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল করিম, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, কাংশা ছহিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আব্দুল আউয়াল নোমান, মুফতি মাসউদুর রহমান আইয়ূবী প্রমুখ।
মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল নোমান জানান, বিশিষ্ট শিল্পপতি ও সিংগাইরের কৃতি সন্তান এম.এ সাত্তার খান প্রতি বছরের ন্যায় এবারও শীতের শুরুতে ২ হাজার কম্বল পাঠিয়েছেন। যা উপজেলার ৭শ '৫০ টি মসজিদের ইমাম-মোয়াজ্জেম ও আলেম ওলামাদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ প্রসঙ্গে এম এ সাত্তার খান বলেন, সৎ ভাবে ব্যবসা পরিচালনা করে যে টাকা উপার্জন করি তাতে গবীব, অসহায়, দুঃস্থসহ আমার জেলার মসজিদ - মাদ্রাসার হক রয়েছে বলে আমি মনে করি। আর এ জন্যই সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩