
বিশেষ প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের পারতেখুর সবুজ সংঘের উদ্যোগে জিয়া ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সৌরভ হাসান শিবলু, সাংগঠনিক সম্পাদক, শহর যুবদল, বগুড়া। তিনি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩