আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের সুনাখ্যাত একমাত্র রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের নানা আয়োজনে- মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ পালন করা হয়।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে কলেজে জাতীয় পতাকা উত্তোলন এবং কলেজের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ করা হয়। এর সকাল ১০ টার দিকে কলেজে হলরুমে -সংক্ষিপ্ত আলোচনা সভা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহান বিজয় দিবস উদযাপন-কমিটির আহবায়ক কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর এইচ.এম. ইদ্রিস এবং অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোঃ সেলিম রেজা। এসময় অনুষ্ঠানে কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রীরা ও অভিভাবকদের অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩