
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১০টায় নবীনগরের জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, সহ-সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া ও এ মান্নান, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, মোঃ আব্দুল আজিজ প্রধান, আ: মান্না, সুলতান মিয়া, জাহাঙ্গীর আলম রাজু, হাফেজ আব্দুল মুসা, মিনারা বেগম, রুবিনা বেগম, মোঃ হেকমত আলী, মোঃ হাসান আলী, মোঃ চান মিয়া, রেহেনা বেগম, জুলেখা বেগম, খালেদা, কোহিনীর বেগম, সাথী আক্তার, জান আরা বেগম, রুনা আক্তার, সূচনা, নাহিদা আখতার, মোঃ স্বপন, মোঃ হানিফ উদ্দিন, নিলি বেগম, কুলসুম বেগম, রিমিন, মিনা, লিমা বেগম, মিম বেগম, মোঃ আবিদ, আফরোজা বেগম, মোঃ সুমন মিয়া, জামাত আলী, মোঃ হিরন, আব্দুর রহমান মিয়া, আতাউর রহমান, ইকবাল হোসেন, জান্নাত মিয়া, রামতা রানী, গোলাপ মিয়া, লোকমান হোসেন, আলমগীর হোসেন, মান্না, হাকিম মিয়া, সাইদুল ইসলাম, মাসুদ মিয়া, রতন মিয়া, জুয়েল মিয়া, জহির উদ্দিন, মধু, ওযুফা বেগম, শাহিদ আখতার, মুক্তার হোসেন, মীর জেসান হোসেন, তৃপ্তী, বাদলসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, “বিজয়ের ৫৪ বছর অতিক্রম হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। আজও নির্বিচারে প্রাণহানি, রাজনৈতিক সহিংসতা এবং সর্বক্ষেত্রে বৈষম্য বিদ্যমান।”
তারা সকল বৈষম্যের অবসান ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান—যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩