

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে,
বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকাল ১১ হতে বিকেল পর্যন্ত জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা, পরিচালক (সম্প্রসারণ) ডাঃ বেগম শামছুননাহার আহম্মেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ অমর জ্যোতি চাকমা, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা'র উপ-পরিচালক, ট্রেড শাখা, ডাঃ পল্লব কুমার দত্ত প্রমুখ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক।
এসময়ে জেলা প্রাণিসম্পদ এর অন্যান্য কর্মকর্তা, সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনেরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় ২৩ ডিসেম্বর- ২০২৫ খ্রিঃ হতে ১০ মার্চ পর্যন্ত বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার দিকনির্দেশনা প্রদান করা হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩