
সিরাজগঞ্জের বেলকুচিতে ক্ষিদ্রমাটিয়া বেরীবাধ সংলগ্ন এলাকায় পাকা রাস্তার উপর থেকে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ শাহ আলম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
১৩ ডিসেম্বর শনিবার সকালে বেলকুচি থানার এস আই সামছুল আলম ও এএস আই বদিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে চেক পোষ্ট ডিউটি করাকালে একটি মিশুক গাড়ী তল্লাশি করে তাকে গ্রেফতার করা হয়, তল্লাশি চলাকালে মাদকদ্রব্যের সাথে জড়িত আরও দুজন দৌড়ে পালিয়ে যায় বলে জানান এসআই সামছুল আলম।
২০ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি এনায়েতপুর থানাধীন রুপসি কান্দাপাড়া গ্রামের মোঃ পরস সরকারের ছেলে মোঃ শাহ আলম সরকার।
গ্রেফতারের বিষয়ে কামারখন্দ উপজেলার সার্কেল ও বেলকুচি থানার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সার্কেল মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করে প্রেস ব্রিফিং করে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে পুলিশ প্রশাসন। সন্ত্রাসী সঙ্ঘবদ্ধ অপরাধী, ছিনতাই, জুয়ারী, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণকারী সহ বিভিন্ন চাঞ্চল্যকর আসামি গ্রেফতারে অভিযান করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় চেক পোষ্ট ডিউটি করা অবস্থায় একটি মিশুক গাড়ী তল্লাশি করে ২০ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ শাহ আলম কে গ্রেফতার করা হয়েছে, মাদকের সাথে জড়িত আরও দুজন দৌড়ে পালিয়ে গেছে, গ্রেফতারকৃত শাহ আলম কে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩