
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চট্টগ্রাম জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন সম্প্রতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে কার্যকরি সদস্য পদে মেসার্স আনোয়ার ট্রেডার্স এর মালিক মোহাম্মদ আনোয়ারুল আজিম বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন।
নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে মোহাম্মদ আনোয়ারুল আজিম এই বিজয় নিশ্চিত হয়। ফলাফল ঘোষণার পর তিনি ভোটার, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আনোয়ারুল আজিম বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি চট্টগ্রামের বই প্রকাশনা ও বিক্রয় খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অর্জন। আমাকে যে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, তার জন্য সকল ভোটারের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতে সমিতির উন্নয়ন, সদস্যদের স্বার্থরক্ষা এবং বই শিল্পকে আরও এগিয়ে নিতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, প্রকাশক ও বিক্রেতাদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতার মাধ্যমে চট্টগ্রামে বই শিল্পের প্রসার ঘটানোই তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে বইমুখী করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান, এবারের নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক হয়েছে। নবনির্বাচিত কার্যকরি সদস্যদের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি দীর্ঘদিন ধরে দেশের বই প্রকাশনা ও বিপণন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। চট্টগ্রাম জেলা শাখার নতুন নেতৃত্ব সেই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
এ ছাড়াও তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন,
স্বত্ত্বাধিকারী : মেসার্স আনোয়ার ট্রেডার্স
ম্যানেজিং ডাইরেক্টর: ডাচ্ বাংলা ব্যাক, বাঁশখালী শাখা
সাবেক প্রচার সম্পাদক: বাঁশখালী থানা বিএনপি
সভাপতি : পশ্চিম কোকদন্ডী জামে মসজিদ
সদস্য : উপজেলা মসজিদ কমিটি
সাবেক পরিচালক:চট্টগ্রাম পল্লিবিদ্যুৎ সমিতি, বাঁশখালী
সাবেক দাতা সদস্য: রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদরাসা
সাবেক সদস্য: জলদী হোছাইনিয়া সিনিয়র মাদরাসা (গভর্নিং বডি)
সভাপতি : পুস্তক ব্যবসায়ী ও বিক্রেতা সমিতি, বাঁশখালী শাখা
প্রতিষ্ঠাতা সভাপতি: উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতি
উপজেলা স্পেশাল কাউন্টারের পাশে, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম। ০১৮২০-০৩২৭০০, ০১৯৪৭-৮৯০৫০৪