শিরোনাম
গণভোটে ‘হ্যাঁ’ ভোটে দুঃশাসনের অবসান: ১১ দলীয় ঐক্যের বিজয়ে রিকশা প্রতীকে ভোট চান মামুনুল হক বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারের পাশে বিএনপি বাঁশখালীতে রওজাতুল কুরআন হিফজ মাদ্রাসা ও আন নুর ইনস্টিটিউটের নবীন বরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বাঁশখালীতে রবি মৌসুমে ১ হাজার ৩২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ৭৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

‘কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১ হাজার ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বলেন,
“কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাতের বীজ ও সঠিক মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা কম খরচে অধিক ফলন পেতে পারবেন। সরকারের এ উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৪০০ জন কৃষককে উফশী ধানের বীজসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। পাশাপাশি ৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার। তিনি বলেন,
“সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের যাচাই-বাছাই করে এ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকরা যদি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করেন, তাহলে কৃষিতে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।”

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী, চট্টগ্রাম। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্র।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর