

নাটোরের বড়াইগ্রামে মুখমণ্ডল অর্ধগলিত অবস্থায় সোহাগ হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আগ্রান তেল পাম্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে চক বড়াইগ্রাম এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, সোহাগ গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলো। এ ঘটনায় তার পরিবার বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
পরিবারের দাবি, সোহাগের বন্ধু আকাশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তারা বলেন, সোহাগ নিখোঁজ হওয়ার পর থেকেই তার বন্ধু আকাশ পলাতক রয়েছে, যা তাদের সন্দেহ আরও ঘনীভূত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩