প্রতি বছর ১৪ই ডিসেম্বর আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেইসব শ্রেষ্ঠ সন্তানদের, যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এই দিনে জাতি হারিয়েছে তাদের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক এবং শিল্পীসহ অজস্র প্রথিতযশা বুদ্ধিজীবীকে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে, ‘প্রমথ আলো’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সোহেল সরকার, লন্ডন, যুক্তরাজ্য থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের জাতির বিবেক, আমাদের প্রেরণার উৎস। তাঁদের প্রজ্ঞা, মেধা ও দেশপ্রেম জাতিকে স্বাধীনতা অর্জনের পথে অনুপ্রেরণা যুগিয়েছিল। বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই জঘন্য হত্যাকাণ্ড ছিল জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক সুদূরপ্রসারী চক্রান্ত। কিন্তু তাঁদের আদর্শ ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে চিরজাগরুক থাকবে।”
সোহেল সরকার আরও বলেন, “আমরা বিশ্বাস করি, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং সমৃদ্ধ সোনার বাংলা। তাঁদের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই তাঁদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। প্রমথ আলো পত্রিকা সেই আদর্শকে ধারণ করে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।