শিরোনাম
বাঁশখালী ঋষিধামে আধ্যাত্মিক মিলনমেলা আন্তর্জাতিক ঋষি সম্মেলনে মানবতা, অদ্বৈত দর্শন ও নৈতিকতার আহ্বান রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক নির্বাচন উপলক্ষ্যে সম্পূর্ণ প্রস্তুত সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি বাংলা ৫২নিউজ ডটকম ১০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে* বিশ্বম্ভরপুরে এনসিপি আহ্বায়ক ও পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে কুপিয়ে জখম, থানায় লিখিত অভিযোগ দায়ের। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা দীর্ঘদিনের অবৈধ বালু ব্যবসায়ে হানা, বিশ্বম্ভরপুরে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাহিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর হিউম্যান এইড এর ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করেছে।

প্রতিবেদকের নাম / ৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সাঈদা সুলতানা: ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) জাতীয় প্রেসক্লাবের সামনে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সংস্থাটি বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে আটটায় একটি র‌্যালি বের করে, যা পরে জাতীয় প্রেসক্লাব অভিমুখে অগ্রসর হয়।

“জনবান্ধব রাজনীতির দাবি” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন করছেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল।

সংস্থাটির সাংগঠনিক সচিব শেখ মিঠু মোল্ল্যার স্বাক্ষরিত এক পত্রে মানবাধিকার, সাংবাদিক ও সামাজিক সংগঠন গুলোকে পঞ্চায়েতমুখী কর্মসূচি ও বিভ্রান্তিকর এজেন্ডা পরিহার করে প্রকৃত মানবাধিকারকর্মী তৈরি করার আহ্বান জানানো হয়েছে তিনি। পথবাসী মানুষের জীবন, ক্ষুধার্ত মানুষের কষ্ট এবং ভুল চিকিৎসায় মৃত্যুর প্রবণতা কমিয়ে আনার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেন।

ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, ফুটপাত দখল বন্ধ, ভেজাল ওষুধ নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মাদক ব্যবসা প্রতিরোধ এবং গণধর্ষণের মতো জ্বলন্ত সামাজিক সমস্যার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তোলাও এবারের মানবাধিকার দিবসের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর মহাসচীব মনে করেন, দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান খান আমজাদ হোসেন। প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এবং তাঁর স্বেচ্ছাসেবক দল সার্বিক সহযোগিতায় ছিলেন। অনুষ্ঠানে
হিউম্যান এইড আয়োজিত ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবসের প্রধান অতিথি ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডিরেক্টর, ব্যুরো অব বিজনেস রিসার্চ অধ্যাপক শহীদুল ইসলাম বলেন- সাধারণ মানুষের অন্ন বস্ত্র স্বাস্থ্য বাসস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বিশেষ অতিথি ড. সৈয়দ হুমায়ুন কবীর বলেন- মানবাধিকার বিবর্জিত স্বাস্থ্যসেবা জনসাধারণকে এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি করেছে

প্রধান বক্তা হিসেবে ছিলেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন- আগুনে পুড়িয়ে দেয়া ৪ শতাধিক কারখানার ৫০ লাখ শ্রমিকের চাকরি ফিরিয়ে দিতে হবে,দৈনিক প্রাণের বাংলাদেশ-এর প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সহকারী মহাসচিব সাঈদা সুলতানা
উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সহযোগিতা করেন। কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের প্রধান কামরুন তানিয়া, কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্ষদের সদস্য মো. নাজমুল খান, ইলিয়াস আহমেদ, সংস্থাটির পক্ষ থেকে দেশের সকল সচেতন নাগরিক, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটির মহাসচিব সেহলী পারভীন।

যোগাযোগ: ০১৯৫১-৩৩৭০০৭
মেইল: mail2sehly@gmail.com


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর