বিশেষ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে ‘হবিগঞ্জ মুক্ত দিবস। ৬ ডিসেম্বর ‘হবিগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সদরের দূর্জয়, হবিগঞ্জ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার গোলাম মোস্তফা রফিক, সদস্য সচিব হুমায়ুন কবির সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।