নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অদ্য ০৪.১২.২০২৫ ইং রোজ বৃহস্পতিবার, সকাল ১০ টায় চট্টগ্রাম কাজির দেউরী মারকাযুল হিদায়া মাদ্রাসার বার্ষিক মাহফিল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্য ড. মুফতি হুমায়ুন কবির খালভী সাহেব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ বিশ্বমসজিদের ইমাম ও আগ্রাবাদ পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদী সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সি আর বি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা জুবায়ের কাসেমী, উপদেষ্টা জনাব মোবারক হোসেন রুবেল, জনাব শহীদুল আলম চৌধুরী, ইপিজেড শাহ জামাল সওদাগর জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবদুল আলীম কাসেমী, কাজির দেউরী ১ নং গলি জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশীদ সাহেব, কোতোয়ালী বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতীব মুফতি তৌহিদুল্লাহ আমিন,আলোর প্রভাতের নির্বাহী সম্পাদক মাওলানা মাসরুরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসান সাহেব,মাওলানা তৈয়ব আনসারী,আমানুল্লাহ শাহী,আবু হুরায়রা মাসউদ প্রমূখ।
বক্তারা বলেন কুরআনী শিক্ষা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কুরআন শিক্ষা ছাড়া দুনিয়া আখেরাত উভয় জগতে অন্ধকার। কুরআন ও আধুনিক শিক্ষা বিস্তারে মারকাযুল হিদায়া মাদ্রাসা অনন্য ভূমিকা পালন করছে।
এখানকার ছাত্রদের প্রদর্শনী দেখে মনে হয়েছে ছাত্ররা মাশাল্লাহ অনেক মেধাবী। এরা একসময় এই মেধার মাধ্যমে দেশ জাতির সেবা করবে। আলোর পথ দেখাবে। ড: মুফতি হুমায়ুন কবির খালভী সাহেবের মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩