মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় পুকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির সদস্য শাখাওয়াত জামাল দুলাল এর সভাপতিত্বে "দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী" র কনিষ্ঠ পুত্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম বুলবুল( সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা বিএনপি) আলহাজ্ব আসহাব উদ্দিন ( চেয়ারম্যান পুকুরিয়া ইউনিয়ন পরিষদ,সাবেক সদস্য থানা বিএনপি) দেলোয়ার আজিম( সদস্য, দক্ষিণ জেলা বিএনপি) ফজলুল কাদের ( সাবেক যুগ্ম আহবায়ক, বাঁশখালী বিএনপি) মহসিন চেয়ারম্যান ( সাবেক আহবায়ক, বাঁশখালী থানা যুবদল) অধ্যাপক মুবিনুল হক( সাবেক সাংগঠনিক সম্পাদক, থানা বিএনপি) মাহফুজুর রহমান চৌধুরী ( সহকারী অধ্যক্ষ ও সাবেক ছাত্রনেতা) মাহবুর রহমান ( সাবেক ছাত্রনেতা) নুরুল আজিম( সাবেক সদস্য, থানা বিএনপি) মইনুল হক পলাশ( সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা কৃষক দল) মোহাম্মদ জয়নাল আবেদীন ( সাবেক যুগ্ম আহবায়ক, বাঁশখালী থানা যুবদল) ইউনুস চৌধুরী ( সাবেক যুগ্ম আহবায়ক, পুকুরিয়া ইউনিয়ন বিএনপি) তৌহিদুল আলম( সাবেক যুগ্ম আহবায়ক, পুকুরিয়া বিএনপি) মোহাম্মদ ইউসুফ ( এএমডি, চানপুর সিবি হসপিটাল, বাঁশখালী ) জয়নাল আবেদীন ( সিনিয়র সহ-সভাপতি, দক্ষিণ জেলা তরুণদল) মোহাম্মদ শাহাদাত ( বিশিষ্ট সংগঠক, থানা বিএনপি) শাহাদাত ( সাবেক সাধারণ সম্পাদক, ২ নং ওয়ার্ড, বিএনপি) ডাক্তার মুর্তজা আলী ( সাবেক সভাপতি, ৪ নং ওয়ার্ড, বিএনপি) তাহের সিকদার (সাধারণ সম্পাদক, দক্ষিণ জেলা তরুণদল) মাষ্টার ইদ্রিস( সভাপতি, বাঁশখালী তরুণদল) বাদশা (ওলামাদল নেতা) সাইফুল ইসলাম সোহাগ ( ছাত্রদল নেতা)জামাল সিকদার (ছাত্রদল নেতা) শাওন(ছাত্রদল নেতা) আরো উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম টিপু, এডভোকেট বোরহান উদ্দিন নুরী,( এপিপি, বাঁশখালী), আবদুর রহমান (সভাপতি, কৃষক দল বাঁশখালী), আজিজুল হক,আবদুস শুক্কুর, ইসমাইল, রহমতুল্লাহ, আল ইমরান, হেলাল,বেলাল,সাদেক,ফোরকান,মিশু, হাসনাত,সবুর, ইয়ার মোহাম্মদ, দিদার প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন: মাওলানা, জাফর আহমেদ, অনুষ্টান পরিচালনায় : আবদুল মোতালেব (সাবেক সদস্য সচিব, পুকুরিয়া ইউনিয়ন বিএনপি)
দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁর রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন করা হচ্ছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩