সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' বা 'তালাবদ্ধ কর্মসূচি' চলছে।
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ভার্চুয়াল মিটিংয়ের যৌথ সিদ্ধান্ত মোতাবেক বুধবার (০৩ ডিসেম্বর) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' বা 'তালাবদ্ধ কর্মসূচি' চলছে।
অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ তিন দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বুধবার থেকে লাগাতার পরীক্ষা বর্জনসহ বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি চলমান।
সভায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের চারজন আহ্বায়কসহ ২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকদের অধিদফতরের নির্দেশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক শোকজে উদ্বেগ প্রকাশ করে তা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবি-
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) অনুযায়ী আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩