বিশেষ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আয়োজিত একটি দোয়া মাহফিলে যোগদান করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ৩ ডিসেম্বর সকাল ১১টায় তাঁর গ্রামের বাড়ি জালালসাপে এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দোয়া মাহফিলের পূর্বে বক্তব্যদান কালে তিনি বলেন আমার বাবার সন্তান হিসেবে আমি নবীগঞ্জ-বাহুবলের শিক্ষা ও উন্নয়ন ক্ষেত্রে অবদান রাখতে চাই। এ জন্য আমাকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দেয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য আমাকে এলাকার সবার সহযোগিতা প্রয়োজন। ড, রেজা কিবরিয়া সিলেট বিমান বন্দর থেকে সড়ক পথে নিজ গ্রামের বাড়ীতে আসেন। তাঁর আগমনকে ঘিরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে স্বপ্ন দেখছেন এলাকাবাসী।