আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

“সব বাধা দূর করি, এইডস মুক্ত জীবন গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে- মরণব্যাধি এইডসকে রুখতে ও বিশ্ব সচেতনতা গড়ে তুলতে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস-২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে- র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস, সিরাজগঞ্জ এর আয়োজেনে,
সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখ হতে র্যালি বের সড়ক প্রদক্ষিণ করে এসে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির নেতৃত্ব দেন এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
এ অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল আমীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ (সার্কেল সিরাজগঞ্জ) মোঃ নাজরান রউফ, ডেপুটি সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার মহসিন খন্দকার প্রমুখ। এ সময় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্যবিভাগ ও এনজিওর কর্মকর্তা-কর্মচারী,সদস্যবৃন্দ, রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।