বিশেষ প্রতিনিধি।। সম্প্রতি ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সেমিনারে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সৃজনশীল শিক্ষা উদ্যোগ ‘শান্তিগঞ্জ মডেল’-এর স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।শান্তিগঞ্জ উপজেলায় পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ মডেলটি জেলা প্রশাসনের উদ্যোগে সব উপজেলায় সম্প্রসারিত হয়।শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি, ঝরে পড়া রোধ, উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে মডেলটি দৃষ্টান্ত স্থাপন করেছে।প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা এর সভাপতিত্বে সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার মডেলটিকে ‘অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ’ হিসেবে আখ্যায়িত করেন। সেমিনার শেষে শান্তিগঞ্জ মডেল’-এর স্বীকৃতিস্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার হাত থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সম্মাননা স্মারক গ্রহণ করেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩