নিজস্ব প্রতিবেদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন্দ ও সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেলসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)।
রবিবার সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে চসাসের সভাপতি সৈয়দ দিদার আশরাফী এবং সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন।
বিবৃতিতে সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “ডিআরইউর নির্বাচন সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত শৃঙ্খলা এবং গণমাধ্যমের গণতান্ত্রিক চর্চা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, কল্যাণ এবং অভিন্ন স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। যারা বিজয়ী হয়েছেন, তাদের শুভকামনা। যারা বিজয়ী হতে পারেননি, তারাও একই লক্ষ্য ও আদর্শে ঐক্যবদ্ধ থাকবেন—এটাই সাংবাদিক সমাজের শক্তি।”
চট্টগ্রাম সাংবাদিক সংস্থা নবনির্বাচিত কমিটির সকলকে দায়িত্ব পালনে সাফল্য কামনা করে। দেশে স্বাধীন সাংবাদিকতা ও পেশার মর্যাদা রক্ষায় ডিআরইউ-সহ সকল সাংবাদিক সংগঠনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও বাড়বে বলে চসাস আশা প্রকাশ করেছে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 01886833283
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩