শিরোনাম
শিক্ষার গুণগত মানে এগিয়ে কয়া গোলাহাট উচ্চ বিদ্যালয়, সৈয়দপুরে দৃষ্টান্ত স্থাপন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী সমর্থনে উঠান বৈঠক স্থানীয় নেতারা নির্বাচনী কৌশল ও সমর্থন জোরদার করার ওপর গুরুত্বারোপ জিয়ার পরিবারের আস্থাভাজন ও বানিয়াচং আজমিরীগঞ্জের আগামীর রূপকার আহমেদ আলী মুকিব বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবী (সা.) ও তাজেদারে মদিনা সুন্নী কনফারেন্স সম্পন্ন বদলগাছীর চৌরাস্তার মোড়ে যৌথবাহিনীর অভিযানে( ৮০০ পিচ)ট্যাপেনটাডোলবড়ি সহ দুই যুবক আটক। “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” এর উদ্যোগে- সিরাজগঞ্জ- (২)আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রাব্বি হোসেন গ্রেপ্তার সিরাজগঞ্জে শীতকালীন ফসল গম, সরিষা পেঁয়াজ সহ বোরো ধানের বীজতলা পরিদর্শন করেন – যুগ্মসচিব আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাঘা পৌরসভায় বিভিন্ন এলাকায় দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠশ্রেণীর প্রথম নবীন-বরণ নতুন ভর্তিকৃত ৩৬০জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

গায়ক পলাশের সঙ্গে গোপন প্রেম, কে এই তরুণী

প্রতিবেদকের নাম / ৩৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আবারও বিতর্কের মুখে পড়েছেন বলিউডের গায়ক ও সুরকার পলাশ মুচ্ছল। মেরি ডি’কস্তা নামের এক নৃত্য পরিচালকের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট ফাঁস হওয়ার পর এবার আরেক তরুণীর সঙ্গে পলাশের নাম জড়িয়েছে।

 

তিনি নন্দিকা দ্বিবেদী, পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। স্মৃতি মান্ধানার বিয়েবাড়িতে ছিলেন নন্দিকা। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, বিয়েবাড়িতে এক নারীকে চুম্বন করেন পলাশ। ঘটনাটি দেখে ফেলেন ক্রিকেটার শ্রেয়াঙ্কা পাতিল। বিষয়টি নিয়ে পলাশের সঙ্গে স্মৃতি মান্ধানার হাতাহাতির ঘটনাও ঘটেছে।

 

কেউ কেউ বলছিলেন, সেই নারী মেরি ডি’কস্তা। তবে তিনি দাবি করেছেন, তিনি বিয়েবাড়িতে ছিলেন না। পলাশের সঙ্গে মাস দুয়েক আগে চ্যাট হলেও কখনো দেখা হয়নি।

 

তাহলে পলাশের সেই চুমুর সঙ্গী কে ছিলেন? এ বিষয়টি নিয়ে চর্চার মধ্যে নৃত্যশিল্পী নন্দিকা দ্বিবেদীর নাম সামনে আসছে। বলা হচ্ছে, নন্দিকার সঙ্গে পলাশের গোপন প্রেম রয়েছে, তবে সেটিকে আর লুকিয়ে রাখতে পারেননি।

 

পলাশের সঙ্গে চুমু নিয়ে চর্চার মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করেছেন নন্দিকা। চুমুকাণ্ড প্রকাশ্যে আসার পরপরই বিয়েবাড়ি ছেড়েছেন তিনি।

 

২৩ নভেম্বর ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশের বিয়ের কথা ছিল। বাগ্‌দান থেকে গায়েহলুদও সেরেছেন তাঁরা। তবে শেষ পর্যন্ত বিয়েটা আটকে গেছে। এর মধ্যে স্মৃতির ভাইসহ বন্ধুরা পলাশকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন।

 

বিয়েটা আদৌ হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে বিষয়টি নিয়ে স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল মুখে কুলুপ এঁটেছেন।

 

কে এই নন্দিকা

 

নন্দিকা পেশায় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। মুম্বাইয়ে থাকেন। পড়াশোনা করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে। নৃত্যশিল্পী হিসেবে বলিউডে যথেষ্ট পরিচিত তিনি। একাধিক বলিউড অভিনেত্রীর নাচে সহযোগী হিসেবে দেখা গেছে নন্দিকাকে।

 

বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো–সিজারের সঙ্গে কাজ করেন নন্দিকা। সেই সূত্রেই স্মৃতি ও পলাশের বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন তিনি। বেশ কয়েকটি মিউজিক ভিডিওর নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন।

 

তথ্যসূত্র: বলিউড লাইফ, আনন্দবাজার ডটকম, সংবাদ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর